রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার বিকেল সাড়ে ৩টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পাড়ে মাটির স্তুপের ওপর থেকে দুইটি খাকি রংয়ের কাগজে মোড়ানো ২০ রাউন্ড ৭.৬২ মিলিমিটার (এম.এম.) গুলি উদ্ধার করা হয়। প্রতিটি গুলির পিছনে BOF18E 7.62X39 লিখাি ছিল।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ
from jagonews24.com | rss Feed https://ift.tt/A5CYNuQ