Type Here to Get Search Results !

পাকিস্তানে জিম্মিদশা থেকে উদ্ধার ৮০ ট্রেনযাত্রী

পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী হামলায় জিম্মি যাত্রীদের ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে বাকি জিম্মিদেরও দ্রুতই উদ্ধার করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান।

মঙ্গলবার (১১ মার্চ) এই হামলা শুরুর পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহনী ট্রেনটিকে ঘিরে ফেলে এবং জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে। জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেসে হামলার পর ট্রেনটির নয়টি বগির চার শতাধিক যাত্রীকে জিম্মি করে সন্ত্রাসীরা।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, জিম্মিদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ শিশুকে উদ্ধার করা হয়েছে। সেখানে আরও বলা হয়, বাকিদের নিরাপদে উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের অগ্রগতি বিষয়ে জিও নিউজের অনুষ্ঠান ‘আজ সাহজেব খানজাদা কে সাথ’-এ পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তালাল চৌধুরী জানান, দুপুরের দিকে প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসীরা ওই ট্রেনে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করার পরপরই ধীরে ধীরে জিম্মিদের মুক্ত করা আরম্ভ হয়।

jagonews24.com

মুক্ত ট্রেনযাত্রীদেরকে প্রয়োজনমতো হাসপাতালে পাঠানো হয়েছে এবং অনেকে তাদরে নির্দিষ্ট গন্তব্যেও চলে গেছেন উল্লেখ করে তিনি আরও জানান, সন্ত্রাসীরা নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে।

তালাল চৌধুরী বলেন, তারা (সন্ত্রাসীরা) কাপুরুষ। তারা দুর্বলদের লক্ষ্য বানায়। তারা লুকিয়ে লুকিয়ে হামলা করে।

তবে অনুষ্ঠানের সঞ্চালক যখন ৮০ জন যাত্রী উদ্ধারের বিষয়টি নিয়ে কথা বলেন তখন এ নিয়ে কোনো মন্তব্য করেননি তালাল চৌধুরী।

এর আগে হামলার পর বেলুচিস্তানের প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানায়, সিভিল হাসপাতালে সব চিকিৎসক ও প্যারামেডিক স্টাফকে ডাকা হয়েছে এবং জরুরি পরিস্থিতি সামলাতে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ড খালি করা হয়েছে।

কোয়েটা রেলওয়ে স্টেশনে জাফর এক্সপ্রেসের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি বিশেষ তথ্যকেন্দ্রও স্থাপন করা হয়েছে।

এএমএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/xDvyfCL

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.