Type Here to Get Search Results !

বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী ইপিজেড স্থাপনে তার ইচ্ছার কথা জানান। প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেড স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ কথা জানান।

আরও পড়ুন

তিনি জানান, ইপিজেড নির্মিত হলে আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এর ফলে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

শফিকুল আলম আরও জানান, এদিন অধ্যাপক ইউনূস দুবাইয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসীরা তাদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

এমইউ/ইএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/4LAVTzU

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.