Type Here to Get Search Results !

উত্তরায় দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়।

এদিকে গণপিটুনি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুজন যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠি দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনগণ এক হয়ে প্রতিরোধ করছে।

টিটি/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/Cn6BuaT

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.