Type Here to Get Search Results !

৯ বন্ধু মেলায় গিয়ে ৩ জন ফিরলেন লাশ হয়ে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, আমরা বিকেলে তিনটি মোটরসাইকেলে নয়জন বন্ধু মিলে নওগাঁ ব্যাণিজ্য মেলা ঘুরতে যাই। রাতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেলে থাকা আমার ভাই হোসাইনসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

jagonews24

তিনি বলেন, আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, ওই মোটরসাইকেলটি ঢাকাগামী একটি কোচকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলবি/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/Fet9Yir

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.