Type Here to Get Search Results !

কারওয়ান বাজারে রেস্টুরেন্টে পরিকল্পিত আগুন, ম্যানেজার গ্রেফতার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে উদ্দেশ্যমূলকভাবে অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগে রেস্টুরেন্টটির ম্যানেজার মো. মেহেদী হাসান রিমনকে (৩১) গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

রাতে কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাতে কারওয়ান বাজার এলাকায় জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্যাশ কাউন্টার, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।

রেস্টুরেন্টটির মালিক মো. মঞ্জুরুল আলম খানের (৫২) অভিযোগের ভিত্তিতে তেজগাঁও থানায় রেস্টুরেন্টের ম্যানেজার মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, মামলার তদন্তকালে পেয়ালা ক্যাফের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মেহেদীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, মেহেদী অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং জুয়া খেলায় তার অনেক টাকা লোকসান হয়। উক্ত টাকা জোগাড় করার উদ্দেশে সে প্রথমে রেস্টুরেন্টটির ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা চুরি করে। এরপর চুরির ঘটনা আড়াল করার উদ্দেশে পরিকল্পিতভাবে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে আগুন লাগায়।

উল্লেখ্য, মেহেদী নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরি করে পালিয়েছিল এবং এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় তার বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

টিটি/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/IKVr8Nt

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.