Type Here to Get Search Results !

রাজনীতি অনেক সংকটময় অবস্থায় রয়েছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের বর্তমান রাজনীতি অনেক সংকটময় অবস্থায় রয়েছে। আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুপক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে। আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকবো। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি।

মান্না সমকালীন রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, সাবেক প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিয়নও চারশো কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।

এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ ও নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/eg3y5F1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.