এপেক্স গলফ টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান।
টুর্নামেন্টে মোট ৮৩৬ জন গলফার অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল জলিল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আবেদুর রেজা খান (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব:), লেডিস বিভাগে নাসরিন আক্তার ও জুনিয়র বিভাগে মাস্টার মোহাম্মদ আরিব রহমান বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিটি/এমএসএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/kdbSOwM