Type Here to Get Search Results !

ফারুকের ওপর হামলাকারী কারা সরকারের উচিত খতিয়ে দেখা: খসরু

গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ ঘটনার পেছনে কারা আছে, সরকারের উচিত তদন্ত করে খতিয়ে দেখা। তার ওপর হামলার ঘটনায় আসামিদের জামিন পাওয়া আরও নিন্দনীয় ।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ফারুক হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় ফারুক হাসানের প্রতি বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

সেখানে উপস্থিত গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন হামলার বিষয়ে বলেন, ওই সমাবেশে গণঅভ্যুত্থানের পক্ষের লোক সেজে আওয়ামী লীগের লোকেরা হামলা চালিয়েছে। শেখ হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি, বিচার পাইনি। এখনো যদি হামলার শিকার হই, বিচার না পাই- তাহলে কোথায় পরিবর্তন হলো?

আরও পড়ুন

তিনি বলেন, আমরা এ ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শারমিন মুরশিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। কিন্তু আসামিদের জামিন করালো কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী। আমরা বিচারকের পদত্যাগ দাবি করছি। তিনি কিভাবে, কোন গ্রাউন্ডে অপরাধীদের জামিন দিলেন?

এসময় ফারুক হাসান বলেন, আসামিদের আমি তো ক্ষমা করিনি, তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জামিন দিলেন? আমি আসামিদের গ্রেফতার দাবি করছি। আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে আর ওরা কিভাবে জামিনে মুক্ত?

কেএইচ/এমকেআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/eYw9zyp

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.