Type Here to Get Search Results !

ঢাকায় সেনাবাহিনীর অভিযানে ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর পান্থপথ, চকবাজার, কারওয়ান বাজার, রসুলবাগ এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযানে ১৯ চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ১৯ জনকে গ্রেফতার করে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাজধানীর পান্থপথ, চকবাজার ও কারওয়ান বাজারের চাঁদাবাজ, রসুলবাগ থেকে ধারালো দেশীয় অস্ত্র ব্যবহারকারী কিশোর গ্যাংয়ের সদস্য ও কামরাঙ্গীরচরের স্থানীয় অপরাধী এবং ঢাকা উদ্যান এলাকার ছিনতাই চক্রের সদস্যরা অন্তর্ভুক্ত।

গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/dQqITw1

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.