Type Here to Get Search Results !

রাজধানীতে ‌‘কবজি কাটা গ্রুপের’ নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় চলমান ছিনতাই-বিরোধী বিশেষ অভিযানে ‘কবজিকাটা গ্রুপের’ সদস্য মো. নাসির ওরফে পাগলা নাসিরসহ (২৮) চার ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

গ্রেফতার বাকি তিনজন হলেন- শাহীন ওরফে মোটা শাহীন (৩২), আলামিন (৩০) ও শহীদুল ইসলাম আপন (২৫)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য জানান।

আসিফ তপু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একাধিক আভিযানিক দল অভিযান মোহাম্মপুর ও আদাবরে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও একটি চাকু জব্দ করা হয়।

গ্রেফতারদের মধ্যে নাসির ওরফে পাগলা নাসিরকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ‘কবজিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। নাসিরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তিনি আরও বলেন, গ্রেফতার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা-পয়সা, সোনা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/oHaekRw

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.