Type Here to Get Search Results !

‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আলোচিত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা প্রশাসনের দক্ষ এ কর্মকর্তা ২০২২ সালের ১৬ মে বোর্ড চেয়ারম্যান পদে দায়িত্ব পান। সেই হিসেবে তিনি প্রায় আড়াই বছর এ পদে দায়িত্ব পালন করেছেন। চাকরির বয়সসীমা শেষ হওয়ায় ৩১ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সে সময় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, পিআরএলে যাওয়ার সুবিধার্থে তাকে মাউশিতে ন্যস্ত করা হয়েছে। এটা বদলি বা কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়।

অধ্যাপক তপন কুমার সরকারকে মাউশিতে পদায়ন করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক তপন কুমার সরকারকে পিআরএলে গমণের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনকমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন (প্রেষণ প্রত্যাহারক্রমে) করা হলো।

শিক্ষা প্রশাসন সূত্র জানায়, কোনো কর্মকর্তা অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে তাকে তার মূল দপ্তর/সংস্থায় ফেরানো হয়। রীতি অনুযায়ী—সেখানে দু-এক কর্মদিবস অফিস শেষে তিনি পিআরএলে যান। অধ্যাপক তপন কুমার সরকারের ক্ষেত্রেও সেটি করা হয়েছে। মূলত তার চাকরির বয়সসীমা শেষ হওয়ায় তাকে পিআরএলে যাওয়ার সুবিধার্থে বোর্ড থেকে মাউশিতে পদায়ন করা হয়েছে।

অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘৩০ ডিসেম্বর পর্যন্ত আমি ঢাকা বোর্ডে অফিস করবো। এরপর মাউশিতে যাবো। সেখানে আনুষ্ঠানিকতার জন্য একদিন হয়তো অফিস করবো। তারপর নিয়ম অনুযায়ী পিআরএলে যাবো।’

এএএইচ/এমএসএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/vMaDwgb

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.