কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. মহিন উদ্দিন (৩২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।
কারারক্ষী মইনল ইসলাম বলেন, মো. মহিন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরও বলেন, মহিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম বেচু মিয়া। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন এ বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/জেডএইচ/
from jagonews24.com | rss Feed https://ift.tt/s9dMRqh