Type Here to Get Search Results !

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ১০(১) নং ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহরুল হক ও মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ২৯ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মইউদ্দীন আব্দুল্লাহ ও দুই কমিশনার।

মইউদ্দীন আব্দুল্লাহ ও জহুরুল হক ২০২১ সালের ৩ মার্চ থেকে চেয়ারম্যান ও কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এসএম/ইএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/vWStQ7c

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.