Type Here to Get Search Results !

বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (২৮) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিব।

নিহত সাকিব কক্সবাজার জেলার রামু থানাধীন চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনের কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শ ম মিজানুর রহমান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোফায়েল আহমদ বলেন, সাকিব নামের এক ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

জানা গেছে, পুরোনো আদালত ভবন ভেঙে ফেলার পর ওই জায়গার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পাশ দিয়ে নিতে কাজ করছিলেন পল্লী বিদ্যুতের ঠিকাদার। বিদ্যুৎ সরবরাহ লাইনটি পরিবর্তন করার সময় সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমডিআইএইচ/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/XfmvVSK

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.