ফেনীতে ট্রেনের ধাক্কায় আবদুল্লাহ আল বাসেত (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোনার বাংলা ট্রেনটি ফেনী শহরের আবুবক্কর সড়কের মাথায় এলে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বাসেতের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়। তিনি ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আবদুল্লাহ আল-মামুন/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/IAiOj2V