Type Here to Get Search Results !

১১ ঘণ্টা ধরে রাস্তা আটকে আন্দোলনে নিটোরে চিকিৎসাধীন আহতরা

গভীর রাতেও রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন এবং পাশের হাসপাতালে চিকিৎসাধীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহতরা।

বুধবার (১৩ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটেও এক পাশের রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন তারা। আহতরা হুইল চেয়ারে, আবার কেউ ভাঙা পা নিয়েই একটা চেয়ার পেতে বসে আছেন। তাদের দাবি-উপদেষ্টারা না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না এবং হাসপাতালের ভেতরেও ফিরে যাবেন না তারা।

jagonews24

আন্দোলনরত এক শিক্ষার্থী জানায়, সমন্বয়করা আমাদের আসবে বলে আশা দিয়েও এখনো আসেনি। তাদের আসা ছাড়া আমরা রাস্তা ছেড়ে যাবো না। আমরা আমাদের দাবি ঠিক করেছি। তারা এলে সেই দাবি আমরা উপস্থাপন করবো। তারা আসা ছাড়া আমরা হাসপাতালে ও ফিরে যাবো না।

এএএম/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/MuFSKdI

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.