রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় জুতায় ব্যবহার করা আঠা খেয়ে মো. আরিফ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. অনিক বলেন, আমার বাবা জুতার কারখানায় কাজ করে। আমরা জানতে পারি কারখানার মধ্যে জুতায় ব্যবহার করা আঠা খেয়ে বাবা অসুস্থ হয়ে পড়ে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/xGegwTj