হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় রনি মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। প্রবাসী ভাগনেকে বিদায় জানাতে এসে গাড়ির চাপায় নিহত হন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোরব) রাত পৌনে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রনি।
- আরও পড়ুন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দুই পক্ষের হাতাহাতি, আহত ৫
টিকা নেওয়ার সময় আতঙ্ক, হাসপাতালে ভর্তি ৬২ ছাত্রী
নিহত রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মকন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, বিজয়নগর থেকে চুনারুঘাটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন রনি। আগামীকাল সকালে তার ভাগনে প্রবাসে যাবেন। ভাগনেকে বিদায় জানাতে যাচ্ছিলেন। পথে শায়েস্তাগঞ্জ থানার সামনে গাড়ির চাপায় নিহত হন।
কামরুজ্জামান আল রিয়াদ/কেএসআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/ZMyH2rj