Type Here to Get Search Results !

ডাকাতির প্রস্ততির সময় অস্ত্রসহ চক্রের দুই সদস্য আটক

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় ধারালো অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. শিপন মিয়া (২৮) এবং মো. শাকিল (১৯)। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ।

শুক্রবার বন্দর থানাধীন মনসুর মার্কেটের পাশে রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের আমদানি করা স্ক্রাপ (লোহা) বহনকারী ট্রেইলার গাড়ি থামিয়ে স্ক্র্যাপ লুট করার প্রস্ততি নেয় একদল ডাকাত। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে টিপছোরা, দুটি স্টিলের ছোরা, কার্টার, এস এস পাইপ, হকিস্টিক, তিনটি বড় কাঁচি, কাটার প্লাইয়ার্স উদ্ধার করা হয়।

পরে মামলা পরবর্তী তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার তারেক।

এমডিআইএইচ/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/iHVKc9g

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.