Type Here to Get Search Results !

জেনেভা ক্যাম্পে গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আমিন (২৭),শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে জেনেভা ক্যাম্পের ভেতর হঠাৎ গোলাগুলি শুরু হয়, যা অন্যান্য দিনের চেয়ে ভয়ংকর রূপ নেয়। হঠাৎ গুলির শব্দে তাজমহল রোড, বাবর রোড ও হুমায়ন রোডের বাসিন্দারা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।

গুলির শব্দে পুরো এলাকায় দোকানপাট বন্ধ ও যানচলাচল থমকে যায়। থেমে থেমে রাতেও গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভয়াবহ এ সংঘর্ষের পেছনে ক্যাম্পের শীর্ষ একাধিক মাদক কারবারি জড়িত। দীর্ঘদিন ধরে এ ধরনের সংঘর্ষ চললেও স্থানীয় থানা পুলিশের শক্ত কোনো পদক্ষেপ না থাকায় দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে থানায় লোকবল কম থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

টিটি/ইএ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/1krO4AN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.