চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় পূর্বাঞ্চল রেলওয়ের ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমজাদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক নারীকে রেললাইনে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। লোকজন তাকে শুয়ে থাকতে বাধা দিলে তিনি রেললাইনের পাশ ধরে হাঁটতে থাকেন। পরবর্তী সময়ে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
এম মাঈন উদ্দিন/এমএইচআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/qLN7Epx