Type Here to Get Search Results !

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তিলকপুর রেলস্টেশনের উত্তর দিকের আউট সিগন্যালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে লাল শার্ট ও জিনসের প্যান্ট ছিল। তাকে কেউ ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে না কি অসাবধানতাবশত দুর্ঘটনা তা রেলওয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

তিলকপুর রেলস্টেশন ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তিলকপুর রেলস্টেশন অতিক্রম করে। এরপর স্থানীয় লোকজন রেলস্টেশনের উত্তর দিকের আউট সিগন্যালের অদূরে রেললাইন পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন।

তিলকপুর রেলগেটের গেটম্যান স্বপন বলেন, ট্রেন যাওয়ার পর রেললাইনের পাশে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন আমাকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ব্যক্তির মাথা ও বুকে জখম দেখেছি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।

আল মামুন/জেডএইচ/



from jagonews24.com | rss Feed https://ift.tt/YHq4w0O

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.