Type Here to Get Search Results !

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী

প্রায় এক দশক পর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‌‘ফিরোজা’তে যান তিনি। এরআগে সবশেষ ২০১৫ সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, (তখন) আমি উনার সঙ্গে কাজ করতাম (সাবেক এপিএস)। আমি ব্যক্তিগতভাবে উনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি উনার মনোবল দেখতে পেয়েছি। মানুষের প্রতি উনার যে মমত্ববোধ, ভালোবাসা সেটা আজকের আলোচনাতেও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, তিনি সেরে উঠবেন।’

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ‘বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। কংগ্রেসম্যান, সিনেটর যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, তারা প্রায়ই উনার খবর রাখেন...উনার স্বাস্থ্যের কী অবস্থা। সেই সুবাদে আমি জেনে গেলাম। তাদেরকেও উনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে।’

বেগম খালেদা জিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘সরকারে এবং বিরোধী দলে থেকেও তিনি মানুষের জন্য রাজনীতি করতেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সবশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলেছে, রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।’

‘উনাকে আমার মানসিকভাবে শক্ত মনে হয়েছে। উনি এটা আমাকে বলেছেন যে, মানুষের খুব কষ্ট হয়েছে। অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছে, গুম হয়েছে’, যোগ করেন সাংবাদিক মুশফিকুল ফজল।

কেএইচ/এসআর

 



from jagonews24.com | rss Feed https://ift.tt/CZvsiKQ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.