Type Here to Get Search Results !

সীমান্তে হত্যা বন্ধে সব দলকে একসুরে কথা বলতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে সব রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতিবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

আখতার হোসেন বলেন, বাংলাদেশ প্রশ্নে ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল গত ৫৩ বছরে ঐক্যবদ্ধ হতে পারেনি। প্রত্যেকটি রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে কথা বলতে পারে, আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই। রাজনৈতিক দল কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা তাদের আলাদা নীতি।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে মানুষ মরছে। সীমান্তে যদি মানুষ মারা যায়, কাউকে যদি গুলি করে হত্যা করা হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসুরে কথা বলতে হবে।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের চুক্তি হবে, সেখানে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের ব্যাপারে সবগুলো পক্ষ একসুরে কথা বলবে। পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের নীতিগুলো এভাবে করেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা এটা করতে পারিনি। তবে ২০২৪ সালে সেটার সুযোগ হয়েছে।

মতবিনিময় সভায় রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/invDg4L

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.