জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে৷
রোববার (১ জুন) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এ কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন আকরাম হুসাইন আর যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির।
এছাড়া সদস্য হয়েছেন এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন), ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।
এনএস/এমকেআর
from jagonews24.com | rss Feed https://ift.tt/qvXPNg1