Type Here to Get Search Results !

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেলো শিশুর

ভোলায় মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বা‌সচাপায় জান্নাত বেগম (৭) না‌মের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দি‌কে লাল‌মোহন উপ‌জেলার গজা‌রিয়া বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চ‌লিক সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

নিহত জান্নাত বেগম লাল‌মোহন উপ‌জেলার প‌শ্চিম চর উমেদ ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের কচুয়াখালী গ্রা‌মের আকবর হো‌সে‌নের মে‌য়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহ‌তের প‌রিবার জানায়, শিশু জান্নাত বেগম তার মা‌য়ের সঙ্গে গজা‌রিয়া বাজা‌রে আসে। রাস্তা পার হওয়ার সময় চরফ্যাশন থে‌কে ভোলাগামী এক‌টি বা‌সের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শিশু‌টি‌কে মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাল‌মোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় আনা হয়েছে। বা‌সের চালক ও তার সহকারী পালিয়েছেন।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর

 



from jagonews24.com | rss Feed https://ift.tt/eul2sCE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.